নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান নামক স্থানে পিকাপ ভ্যানের ধাক্কার এ দূর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় আবু সালেক (২৯)। সে বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। নিহত আবু সালেক সিলেট মেট্রো -ল - ১২-০৩৫৯ মোটরসাইকেল যোগে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।