শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর: অমর্ত্য সেন (ভিডিও)

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘বাঙালিদের ওপর যদি অত্যাচার–অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’

অমর্ত্য সেন বলেন, ‘বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে।’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন গতকাল বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজ বাসভবন প্রতীচীতে ফিরে এসে গণমাধ্যম কর্মীদের সামনে এ কথা বলেন।

বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাষা আন্দোলন নামে শুরু করেছেন প্রতিবাদ কর্মসূচি। এবার বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানালেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

অমর্ত্য সেন বলেন, 'বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে। যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার আছে। শুধু একটা অঞ্চলের উপর নয়। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। তার মাধ্যমে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ মনীষীদের সৃষ্টিকর্ম – এগুলোর মূল্য দিতেই হবে।'

অমর্ত্য সেন বলেন, ‘আমাদের সব মানুষকে সন্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার। যেটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে। সংবিধানে আরও বলা আছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই সেই অধিকার আছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।’

বাংলা ভাষার ওপর হেনস্তার অভিযোগের প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘বাংলা খুবই গুরুত্বপূর্ণ ভাষা। চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হলো, তার মূল্য স্বীকার করতেই হবে। আর এই ভাষার মধ্যে তো নানা কাব্য লেখা হলো। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের কথা তো আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা আছে। এগুলোর মূল্য দিতেই হবে।’

ভারতে যুক্তরাষ্ট্রীয় নির্বাচন কাঠামোর কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, 'ভারত যুক্তরাষ্ট্রীয় রীতিতে চলে। এখানে যে কেউ যেকোনো জায়গায় হেনস্তা হলে এটা আপত্তিকর। বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি, প্রথম কথা, সব মানুষকে সম্মান দেওয়ার উচিত। স্বদেশি মানুষের যে অধিকার আছে, তা স্বীকার করতেই হবে। গোটা দেশের উপরেই বাঙালিদের অধিকার আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়