শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ এ' দল

স্পোর্টস ডেস্ক : আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।

অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে সর্বশেষ আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এইচপি দলের ক্রিকেটাদের অংশগ্রহণে সেবার রানার্স আপ হয় বাংলাদেশ। এবার জানা গেছে আসন্ন এই টুর্নামেন্টটিতে অংশ নিতে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে এ দল। এর আগে ৯ আগস্ট বিমানে ওঠার কথা ছিল নুরুল হাসান সোহান, নাইম শেখদের।

যদিও বিমানযাত্রা দুই দিন এগিয়ে আনায় পরিবর্তন আনা হয়েছে এইচপি ও 'এ' দলের মধ্যকার সিরিজেও। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।পূর্বনির্ধারিত সূচিতে ১, ৩ ও ৫ আগস্ট চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল এইচপি ও এ দলের ক্রিকেটারদের। তবে ফ্লাড লাইটের আলোতে এই সিরিজটি এখন হবে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট।

এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন এ দলের ক্রিকেটাররা। মূলত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্যই এই সিরিজটি আয়োজন করেছে বিসিবি। আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন এইচপির ক্রিকেটাররা। ডেভিড হেম্পের অধীনে ১০ জুন থেকে সেখানে চলছে ক্রিকেটারদের ক্যাম্প।

৩‌টি টি-টোয়েন্টি শেষে আবার নিজেদের মধ্যে একটি চার দিনের ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা। আগস্টের ১২ তারিখ পর্যন্ত সেখানে ক্যাম্প চলবে তাদের। ১০দিন বিরতি দিয়ে এইচপির ক্রিকেটাররা চলে যাবেন রাজশাহীতে। এনসিএল টি-টোয়েন্টির ৩ ভেন্যুর একটি রাজশাহী।

তাই ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ৩/৪দিন আগ পর্যন্ত চলবে এইচপি দলের ক্রিকেটারদের এই ক্যাম্প। আর এনসিএলকে সামনে রেখে ৫ ও ৬ আগস্ট মিরপুরের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। পরীক্ষায় পাস না করলে ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না টুর্নামেন্টটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়