শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের অফিসে বড়সড় চুরি! নেপথ্যে রয়েছে বোর্ডের মুম্বই অফিসেরই এক নিরাপত্তারক্ষী। জানা যাচ্ছে, আইপিএল ২০২৫-র মোট সাড়ে ছয় লাখ টাকার জার্সি চুরি গিয়েছে। কিন্তু কেন চুরি করতে গেলেন ওই নিরাপত্তারক্ষী? পুলিশের মতে, জুয়ার নেশায় শেষ পর্যন্ত 'রক্ষকই ভক্ষক' হয়ে উঠল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোর্ডের অফিস থেকে ২৬১টি জার্সি চুরি গিয়েছে। যার প্রতিটির মূল্য ২৫০০ টাকা। অর্থাৎ মোট ৬.৫ লাখ টাকার জার্সি চুরি গিয়েছে। জানা যাচ্ছে, ফারুক আসলাম খান নামের ওই নিরাপত্তারক্ষীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যদিও দুর্ভাগ্যের যে, হরিয়ানার এক অনলাইন ডিলারকে ফারুক জার্সিগুলো বিক্রি করে দিয়েছেন। তবে ৫০টি জার্সি পুলিশ উদ্ধারও করতে পেরেছে।

গত ১৩ জুন অডিটের সময় বোঝা যায়, গুদামঘর থেকে অনেক জার্সি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিসিসিআইয়ের কর্তারা সিসিটিভি ফুটেজে দেখেন, ওই নিরাপত্তারক্ষী একটি বাক্সে জার্সি নিয়ে চম্পট দিচ্ছেন। ধরা পড়ে পুলিশের কাছে ফারুক স্বীকার করেন, অনলাইন জুয়ায় তিনি সব টাকা হারিয়েছেন। যে কারণে তিনি এই পথ নিতে বাধ্য হন। তবে কতটাকায় তিনি হরিয়ানার ডিলারকে জার্সি বিক্রি করেছেন, তা জানাননি। পুলিশ ওই ডিলারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

পুলিশকে মতে, ওই ডিলার জানতেন না যে, এটা চোরাই জার্সি। ফারুক তাঁকে বলেছিলেন, যে অফিসের কাজ চলছে বলে এগুলো বিক্রি করে দিতে বলা হয়েছে। সোশাল মিডিয়াতেই যোগাযোগ রাখতে থাকেন তিনি। পুলিশ ফারুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখছে। তবে ওই জার্সিগুলো প্লেয়ারদের না সাধারণ সমর্থকদের, তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়