শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবে অর্থ উপার্জনের জন্য আবেদন করবেন যেভাবে!

ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।

তবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করার আগে ইউটিউবের শর্তগুলো পূরণ করতে হবে। এই লিংক থেকে শর্তগুলো জেনে নিতে পারেন।

মনিটাইজেশন চালু করার শর্ত ও নিয়মাবলি

১. এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে

এটি প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইউটিউব চায়, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স তৈরি করতে পেরেছেন কি না। কমিউনিটি বিল্ডিং, ধারাবাহিক আপলোডের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন।

২. শেষ ১২ মাসে অন্তত ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে

আপনার চ্যানেলে শেষ ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে। বিষয়টি প্রমাণ করে যে আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে উপযোগী ও আকর্ষণীয়।

৩. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে

মনিটাইজেশন চালু হলে ইউটিউব থেকে আপনার আয় আসবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। এটি একটি ফ্রি অ্যাকাউন্ট, যা গুগলের মাধ্যমে খোলা যায়। তবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যেন তথ্য (নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট) সঠিক হয়, তা নিশ্চিত করতে হবে।

৪. কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউব নীতিমালা মেনে চলতে হবে

আপনার চ্যানেলের কনটেন্ট হতে হবে ইউটিউবের নিয়ম অনুসারে। কোনো ধরনের কপিরাইট ভঙ্গ করলে; ভিডিওগুলোকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা বা অশালীন বিষয়বস্তু থাকলে মনিটাইজেশন না-ও মিলতে পারে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে চ্যানেল স্ট্রাইক পেতে পারে, যা আপনার মনিটাইজেশন চালু হওয়ার প্রক্রিয়া ব্যাহত করবে।

৫. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে

ইউটিউব এখন ক্রিয়েটরদের চ্যানেল সুরক্ষায় আরও কঠোর হয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে চাইলে চ্যানেল-সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখা এখন বাধ্যতামূলক।

মনিটাইজেশনের আবেদন করবেন যেভাবে

১. ইউটিউব স্টুডিওতে লগইন করুন

এই লিংকে প্রবেশ করুন। আপনার ইউটিউবসংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

. মনিটাইজেশন মেনুতে যান

বাম পাশে থাকা মেনু থেকে ‘মনিটাইজেশন’ অপশনে ক্লিক করুন। আপনার চ্যানেল মনিটাইজেশনের শর্ত পূরণ না করলেও ‘নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল’-এ ক্লিক করুন।

৩. অ্যাপ্লাই নাউ বাটন নির্বাচন করুন

যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনের যোগ্য হয়, তাহলে ‘অ্যাপ্লাই নাউ’ বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করুন।

এরপর এখানে দুটি ধাপ সম্পন্ন করতে হবে—

১. ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মাবলি মেনে অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপট বাটনে ট্যাপ করুন

২. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করুন। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, নতুন অ্যাকাউন্ট খুলুন। যদি আগে থেকেই থাকে, তাহলে সেটি যুক্ত করুন।

এখানে আপনাকে ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি দিতে হতে পারে।

এবার আপনার কনটেন্ট, অ্যাকটিভিটি ও নীতিমালা অনুযায়ী চ্যানেল মূল্যায়ন করবে ইউটিউব। আপনার চ্যানেল পর্যালোচনা করা হয়ে গেলে (সাধারণত প্রায় এক মাসের আগেই) আপনাকে জানিয়ে দেওয়া হবে—আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু হয়েছে বা আবেদন বাতিল হয়েছে।

  • মনিটাইজেশন চালু হলে যেসব সুবিধা পাবেন
  • ভিডিওতে বিজ্ঞাপন চালু করে আয় হবে।
  • সুপার চ্যাট ও স্টিকারের মাধ্যমে লাইভ স্ট্রিমে অর্থ উপার্জনের সুযোগ।
  • চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আয় হবে।
  • ইউটিউব শর্টস থেকেও আয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়