শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ১২ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা, সেনাবাহিনীর লাঠিচার্জ (ভিডিও)

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সামনে রেখের সকাল থেকেই ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য। এর মধ্যে টিকিটধারী ফুটবলপ্রেমীরা সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের বেশ আগেই গ্যালারিতে জায়গা করে নেন। তবে কিছু অতি উৎসাহী ফুটবল সমর্থক স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী।

এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়ও গেট ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করে একদল মানুষ। সেদিন গ্যালারির দেয়াল টপকে মূল মাঠে প্রবেশ করেন এক দর্শক। পরে অবশ্য ফুটবলারদের কাছাকাছি যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ।

সেসময় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দেশের ফুটবলের নবজাগরণের সময় এ ধরনের ঘটনা অহেতুক বিপদ ডেকে আনতে পারে বলে মত দেন বিশ্লেষকরা।

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবু গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা দেখা গেল। যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে অতি উৎসাহী দর্শকদের পরে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়