শিরোনাম
◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা ◈ মে‌সি আর্জেন্টিনায় ফির‌তে যুক্তরাষ্ট্র ছাড়ছেন? ◈ বিশ্বব্যাংকের সহায়তায় ১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক ◈ রূপালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে ◈ গুমের শিকার পারভেজ কন্যা নিধি'র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ জাপানে বাঁচার যুদ্ধ হেরে গেলেন বাংলাদেশের আপন: না খেয়ে মৃত্যু এক মেধাবীর ◈ আপনারা কখনও শান্তি পাবেন না, যতক্ষণ না দুঃখ প্রকাশ করেন : প্রেস সচিব

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

খেলা সন্ধ‌্যা ৭টায়, গেট খোলা হবে দুপুর ২টায়

স্পোর্টস ডেস্ক : সা‌ড়ে চার মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এখন উৎসবের আমেজ। তবে মাঠে প্রবেশ ও খেলা উপভোগের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

সোমবার (৯ জুন) বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ, দর্শকদের খেলা দেখতে মাঠে প্রায় সাত ঘণ্টারও বেশি সময় কাটাতে হতে পারে।

নিরাপত্তার স্বার্থে দর্শকদের ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।  যারা টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদের স্টেডিয়ামের গেটে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। খেলা দেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। বাফুফে জানিয়েছে, যেকোনো ধরনের জাল টিকিট বা টিকিট সংক্রান্ত অনিয়মে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি পুরো স্টেডিয়াম এলাকায় নিশ্চিত করা হয়েছে।

বিশেষভাবে, যারা তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, তাদের জন্য দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি আলাদা লেন বরাদ্দ থাকবে—একটি লেনে থাকবে শুধুই দর্শকদের চলাচল, অন্যটিতে যানবাহনের। তবে দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে খাওয়াদাওয়ার ব্যবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে।

আয়োজনের দিক থেকে এবার বেশ ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে বাফুফে। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে থাকবে গান-বাজনার আয়োজন, যা সাধারণত বড় গেমস বা টুর্নামেন্টের ক্ষেত্রেই দেখা যায়। একটি একক আন্তর্জাতিক ম্যাচের আগে দেশের ফুটবলে এমন আয়োজন এবারই প্রথম। দীর্ঘ প্রতিক্ষার পর আন্তর্জাতিক ফুটবল ঢাকায় ফেরায় এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর আয়োজকরা। এখন দেখার পালা, মাঠের খেলায় কতটা আনন্দ দিতে পারেন জামাল ভূঁইয়ারা এবং ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন পারফর্ম করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়