শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুই তারকা একই ক্লাবে খেলতে যাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মতো করে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা  বিশাল কলেবরে এবারই প্রথম ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে শুরু হবে মাসব্যাপী টুর্নামেন্ট। যা নিয়ে বড় পরিকল্পনা আছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার।
নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকলে কি মানায়? ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য একটা উপায় বের করার বার্তা দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতেই পারে। কিছু ক্লাব বিষয়টি নিয়ে কথা বলছে। তারা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তাকে দলে ভেড়াতে আগ্রহী। হাতে আরও কিছু সময় বাকি আছে। দেখা যাক।
আসন্ন ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে এক দলে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে এমন প্রত্যাশার কথা জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার। -- চ‌্যা‌নেল২৪

ক্লাব বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আপাতত নেই রোনালদোর। সিআরসেভেনের ক্লাব আল-নাসের উঠতে পারেনি টুর্নামেন্টে। সৌদি প্রো লিগ থেকে খেলবে কেবল আল-হিলাল। মেসির ইন্টার মায়ামি খেলবে আয়োজক দেশের ক্লাব হিসেবে। গুঞ্জন চলছে, মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো। এছাড়া ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনো একটা দল কিনতে পারে, যারা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 
এদিকে মরক্কোর ক্লাব ওয়েদাদ কাসাব্লাঙ্কা রোনালদোকে দলে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন নরদিন আম্রাবাত। হালসিটি থেকে কাসাব্লাঙ্কায় যোগ দেয়া মরক্কোর এই ফুটবলার বলেন, ‘এটা সত্য। কাসাব্লাঙ্কার প্রেসিডেন্ট খুবই আশাবাদী। তিনি বড় কিছু নাম নিয়ে কাজ করছেন। রোনালদো তাদের একজন।’ 

উল্লেখ্য, সৌদি আরবের ক্লাব আল নাসরের আগামী ৩০ জুন চুক্তি শেষ হয়ে যাচ্ছে রোনালদোর। যারা আবার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। রোনালদোর সঙ্গে ক্লাবটি চুক্তি নবায়ন করবে কিনা তাও নিশ্চিত নয়। ক্লাব বিশ্বকাপ ঘিরে বেশ কিছু ক্লাবে সিআরসেভেনের যাওয়ার গুঞ্জন আছে। ইন্টার মায়ামি, ক্লাসাব্লাঙ্কা, ব্রাজিলের বোটাফোগো এর মধ্যে উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়