স্পোর্টস ডেস্ক : কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রোহিতের অবসরের পর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? লড়াইয়ে বুমরা, গিল, পন্থ এমনকী লোকেশ রাহুলও ছিলেন। যদিও বুমরা ওয়ার্কলোডের জন্য নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। এমনকী শোনা যায় তিনি নাকি বোর্ডকেও জানিয়েছেন ইংল্যান্ডে তিনটির বেশি টেস্টের ধকল তিনি নিতে পারবেন না।
তালিকাটা আরও ছোট করলে দৌড়ে ছিলেন গিল ও বুমরা। আর বুমরা রাজি না থাকায় দায়িত্বটা তরুণ শুভমান গিলকেই দেওয়া হল। দেশের নতুন টেস্ট অধিনায়ক হলেন ২৫ বছরের তরুণ।
সহ অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা ছিল। আইপিএলে অধিনায়কত্ব করেছেন। এবার সবচেয়ে বড় দায়িত্বে গিল।
শনিবারই ইংল্যান্ড সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে দল। শুরু হবে ২০ জুন থেকে।
দলের সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। উল্লেখযোগ্য বাদের মধ্যে মহম্মদ সামি। যদিও তিনি ছন্দে ছিলেন না একেবারেই আইপিএলে। তার উপর পাঁচ দিনের ম্যাচে ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তাঁর বিপক্ষে গেছে। বোর্ডের মেডিক্যাল টিম বিসিসিআইকে তা জানানোর পরেই সামিকে আর নেওয়া হল না। সুযোগ পাননি হর্ষিত রানাও। আর সাত বছর পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার।
-- ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), জসপ্রীত বুমরা, যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), সাই সুদর্শন, করুণ নায়ার, অভিমন্যু ঈশ্বরন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, কুলদীপ যাদব।