শিরোনাম
◈ ইডেন গা‌র্ডেন্স থেকে সরলো আইপিএল ফাইনাল, হ‌বে ন‌রেন্দ্র মো‌দি স্টে‌ডিয়া‌মে ◈ সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ পাকিস্তান সিরিজে পাঁচ ম‌্যা‌চের প‌রিব‌র্তে হ‌বে তিন ম‌্যা‌চের টি-টোয়েন্টি, সব খেলা লাহোরে ◈ ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের ◈ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া ◈ কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি, উত্তপ্ত পরিস্থিতি (ভিডিও) ◈ আ‌মিরা‌তের কা‌ছে হা‌রের পর কী অজুহাত দাঁড় করা‌লেন লিটন দাস ◈ ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের শঙ্কা, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম ◈ সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন আসছে ◈ ব্যাগেজ রুলসে রদবদল: স্বর্ণ আনায় নতুন সীমা নির্ধারণের পথে সরকার

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা বুধবার শুরু

নিজস্ব প্রতি‌বেদক : জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি নিয়ে মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিচ্ছে। 

বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৪টি ইভেন্টসহ (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্লাটফর্ম ডাইভিং ও বালিকাদের ১ মি: স্প্রিং বোর্ড) মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেয়া হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার (২০ ‌মে) এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়