শিরোনাম
◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

নিজস্ব প্রতি‌বেদক : আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে আজ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল ষ্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। 

চূড়ান্ত পর্বে ১২টি জেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'ক' গ্রুপে রাজশাহী, বগুড়া ও ফরিদপুর জেলা। 'খ' গ্রুপে পাবনা চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা। 'গ' গ্রুপে রাজবাড়ী, যশোর ও নড়াইল জেলা। 'ঘ' গ্রুপে সাতক্ষীরা, টাঙ্গাইল ও জামালপুর জেলা। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। 

রোববার (১৮‌মে) দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে 'গ' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। অন্য সেমিফাইনালে 'খ' গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে 'ঘ' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। ১৯ মে সোমবার অনুষ্ঠিত হবে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

প্রথম দিনের খেলায় বগুড়া ২৫-১৬, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে, চট্টগ্রাম ২৫-১৬, ২৫-১৪, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে খাগড়াছড়িকে, যশোর ২৫-২১,২৫-১৬, ২৫-১৩ পয়েন্টে ৩-০ সেটে নড়াইলকে, টাঙ্গাইল ২৫-০৬, ২৫-১০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জামালপুরকে এবং রাজশাহী ২৫-০৩, ২৫-০৭, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়