শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিসিআই হেডকোয়ার্টারে বোর্ড রুমের নাম ১০ হাজার গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বিশেষ সম্মান জানানো হল ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। বিসিসিআই হেডকোয়ার্টারে একটি নতুন বোর্ডরুমের উদ্বোধন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ১০,০০০ গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রান করেছিলেন লিটল মাস্টার। তাঁর এই ঐতিহাসিক কীর্তির স্মরণে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সেক্রেটারি দেবজিত সাইকিয়া। বিসিসিআই গাভাস্কাকারের অবদানকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লেখে, ‘এক কিংবদন্তিকে সম্মান! ভারতের মহান সুনীল গাভাস্কার উদ্বোধন করলেন ’১০,০০০ গাভাস্কার’ বোর্ড রুম’। বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাভাস্কার তাঁর খেলার দিনের একটি সাদা-কালো ছবিতে সই করছেন।

তিনি জানান, ‘এম সি এ আমার মা, আর বিসিসিআই আমার বাবা। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। আমি যা হয়েছি, তা ভারতীয় ক্রিকেটের জন্যই। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। বিসিসিআইয়ের জন্য যেকোনও দরকার হলে, আমি এখনও প্রস্তুত’।

উল্লেখ্য, এই উদ্যোগ বিসিসিআইয়ের এক পরিকল্পনার অংশ। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সম্মান জানানো হচ্ছে বোর্ডের তরফে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল, শচীন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকারের নামে দুটি বোর্ডরুম নামাঙ্কিত করা হয়েছে। তার একটি বৃহস্পতিবার উদ্বোধন করলেন গাভাসকার। রাজীব শুক্লা এক্স হ্যান্ডেলে লেখেন, বিসিসিআইয়ের সদর দপ্তরে নবনির্মিত শচীন তেন্ডুলকর রুম ও সুনীল গাভাস্কার রুমের উদ্বোধনে অংশ নিয়ে আমি গর্বিত। এই দুই ক্রিকেট কিংবদন্তির কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়