শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিসিআই হেডকোয়ার্টারে বোর্ড রুমের নাম ১০ হাজার গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বিশেষ সম্মান জানানো হল ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। বিসিসিআই হেডকোয়ার্টারে একটি নতুন বোর্ডরুমের উদ্বোধন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ১০,০০০ গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রান করেছিলেন লিটল মাস্টার। তাঁর এই ঐতিহাসিক কীর্তির স্মরণে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সেক্রেটারি দেবজিত সাইকিয়া। বিসিসিআই গাভাস্কাকারের অবদানকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লেখে, ‘এক কিংবদন্তিকে সম্মান! ভারতের মহান সুনীল গাভাস্কার উদ্বোধন করলেন ’১০,০০০ গাভাস্কার’ বোর্ড রুম’। বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাভাস্কার তাঁর খেলার দিনের একটি সাদা-কালো ছবিতে সই করছেন।

তিনি জানান, ‘এম সি এ আমার মা, আর বিসিসিআই আমার বাবা। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। আমি যা হয়েছি, তা ভারতীয় ক্রিকেটের জন্যই। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। বিসিসিআইয়ের জন্য যেকোনও দরকার হলে, আমি এখনও প্রস্তুত’।

উল্লেখ্য, এই উদ্যোগ বিসিসিআইয়ের এক পরিকল্পনার অংশ। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সম্মান জানানো হচ্ছে বোর্ডের তরফে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল, শচীন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকারের নামে দুটি বোর্ডরুম নামাঙ্কিত করা হয়েছে। তার একটি বৃহস্পতিবার উদ্বোধন করলেন গাভাসকার। রাজীব শুক্লা এক্স হ্যান্ডেলে লেখেন, বিসিসিআইয়ের সদর দপ্তরে নবনির্মিত শচীন তেন্ডুলকর রুম ও সুনীল গাভাস্কার রুমের উদ্বোধনে অংশ নিয়ে আমি গর্বিত। এই দুই ক্রিকেট কিংবদন্তির কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়