নিজস্ব প্রতিবেদক : দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ইমার্জিং দল, আকবর আলী সেঞ্চুরিও করেছেন, কিন্ত শেষ রক্ষা হয়নি, লড়াই করেই দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ, রাজশাহীতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আকবরের সেঞ্চুরির পরও ৩২২ রানে থেমেছে বাংলাদেশ। স্বাগতিকদের হারের ব্যবধান ১০ রান। আর তাতেই সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে হতো বাংলাদেশকে। কিন্তু ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন (১০) ও রায়ান রাফসান (৯)।
তবে জিসান আলম করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ডানহাতি এ ব্যাটার একপ্রান্তে সাবলীল ব্যাটিং করলেও আরিফুল ইসলামের ধীরগতির ব্যাটিংয়ের কারণে চাপে পড়েছে বাংলাদেশ। ৫৯ বলে ৩৫ রান করে ফেরেন আরিফুল। জিসানের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রান।
দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন অধিনায়ক আকবর। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করা আকবর তুলে নিয়েছেন সেঞ্চুরি। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করেন আকবর। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি দুজনের কেউই। ১১০ বলে ১৩১ রান করে ফেরেন আকবর। ৪১ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান।
শেষের ৪ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারেননি মাহফুজুর রহমান রাব্বিরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি উইকেট শিকার করেছেন আন্দিলে সিমিলেনে। এর আগে রাজশাহীতে প্রথমে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছেন ফরেস্টার। রাজশাহীতে এদিন রীতিমত ঝড় তুলেছিলেন। বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন।
এছাড়াও ৬৮ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন কনর। এদিন বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। ফিফটির দেখা পেয়েছেন আন্দিলে মগাকানে। ৬৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
বাংলাদেশের বোলাররা এদিন ছিলেন বেশ খরুচে। মারুফ মৃধা, রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বি নিয়েছেন ২টি করে উইকেট।