শিরোনাম
◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন ইতা‌লিয়ান কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল সেলেসাওরা।শেষ পর্যন্ত সেই  অপেক্ষার সমাপ্তি ঘটল। আগামী ২৬ মে থেকেই প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলের ডাগআউটে নিজের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ। অর্থাৎ দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ভিনিসিউসরা।

আগেই জানা গিয়েছিল, জাতীয় দলের হিসেবে ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। তবে কত টাকায় ব্রাজিলে পা রাখছেন এই অভিজ্ঞ কোচ? এই খবর জানা গেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও এএস এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোতে। আপাতত মাসিক ৮ লাখ ৫০ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছেন তিনি। যা বার্ষিক হিসাব করলে দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।
শুধু তাই নয়, এর সাথে আছে বোনাসের অঙ্ক। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারলে আরও ৫ মিলিয়ন ইউএস ডলার পাবেন আনচেলত্তি।

ইএসপিএনের খবর অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন এই ইতালিয়ান কোচ।

বেতন-বোনাসের বাইরেও আরও অনেক সুবিধা পেতে যাচ্ছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এই কোচ। রিও ডি জেনেইরো-তে পাবেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার পুরো অর্থ পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট। সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়ার পাশাপাশি থাকছে জীবন বিমার সুবিধাও।

আগামী জুনে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ইউরোপের টপ ফাইভ লিগের সব কটি শিরোপা জেতা কোচ আনচেলত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়