শিরোনাম
◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন

স্পোর্টস ডেস্ক : অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন ইতা‌লিয়ান কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল সেলেসাওরা।শেষ পর্যন্ত সেই  অপেক্ষার সমাপ্তি ঘটল। আগামী ২৬ মে থেকেই প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলের ডাগআউটে নিজের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ। অর্থাৎ দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ভিনিসিউসরা।

আগেই জানা গিয়েছিল, জাতীয় দলের হিসেবে ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। তবে কত টাকায় ব্রাজিলে পা রাখছেন এই অভিজ্ঞ কোচ? এই খবর জানা গেছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও এএস এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোতে। আপাতত মাসিক ৮ লাখ ৫০ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছেন তিনি। যা বার্ষিক হিসাব করলে দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।
শুধু তাই নয়, এর সাথে আছে বোনাসের অঙ্ক। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারলে আরও ৫ মিলিয়ন ইউএস ডলার পাবেন আনচেলত্তি।

ইএসপিএনের খবর অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন এই ইতালিয়ান কোচ।

বেতন-বোনাসের বাইরেও আরও অনেক সুবিধা পেতে যাচ্ছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এই কোচ। রিও ডি জেনেইরো-তে পাবেন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার পুরো অর্থ পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট। সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়ার পাশাপাশি থাকছে জীবন বিমার সুবিধাও।

আগামী জুনে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ইউরোপের টপ ফাইভ লিগের সব কটি শিরোপা জেতা কোচ আনচেলত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়