শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ান শন টেইট বাংলা‌দেশ দ‌লের নতুন পেস বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : সম্ভাবনা এবার স‌ত্যি হ‌লো, অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌লেন টাইগার‌দের পেস বো‌লিং বস। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ছিলেন আন্দ্রে অ্যাডামস। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। কিন্তু অ্যাডামসের কাজে সন্তুষ্ট নয় বিসিবি। যার কারণে মেয়াদ শেষের আগেই পারস্পরিক সমঝোতায় বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শেষ হলো তার।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ–নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। তবে বছর দেড়েক কাজ করার পর তাঁর সঙ্গে আর সম্পর্ক টেনে নিতে রাজি না বোর্ড।

অ্যাডামসের জায়গায় টাইগার পেসারদের নিয়ে কাজ করবেন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে টেইটের।

এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হেড কোচ হিসেবে কাজ করেছেন অজি সাবেক এ গতি তারকা। পিএসএল, বিগব্যাশ, লঙ্কা টি-টেন ও বিপিএলে কাজ করেছেন টেইট। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে গতির জন্য খ্যাতি ছিল টেইটের। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়