শিরোনাম
◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ ◈ শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের ◈ ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ 

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মেধাবী সাঁতারুর খোঁ‌জে কার্যক্রম শুরু কর‌লো সাঁতার ফেডা‌রেশন

স্পোর্টস ডেস্ক ; বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের বাছাই করতে শ‌নিবার (১০ মে) শুরু হয়েছে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫'। বিকেলে মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫ এর স্টিয়ারিং কমিটির আহবায়ক রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল মাকসুস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 'সুইমিং আমাদের জাতীয় জীবনের সাথে জড়িত। সুইমিং ফেডারেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। এরকম ট্যালেন্ট হান্ট হলে ভালো মানের খেলোয়াড় আমরা খুঁজে পাবো। অন্য ফেডারেশনকেও আমি বলব সুইমিং এর মতো এরকম কার্যক্রম তারা যেন শুরু করে।'

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে কিছু দাবি তুলে ধরেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। 'মাননীয় উপদেষ্টা প্রথমবার সুইমিং ফেডারেশনে এসেছেন। আমার বক্তব্যে আমি কিছু দাবি তুলে ধরতে চাই। আমাদের এখানে স্কোরবোর্ড দীর্ঘ দিন ধরে নষ্ট হয়ে আছে। আজ এটা ঠিক হয়েছে।

কিন্তু কতক্ষন ঠিক থাকবে তা জানি না। তাই স্কোরবোর্ড নতুন ভাবে সংযোজন করে দেয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া সুইমিং পুলের সংস্কার কাজ করা প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে চার কোটি টাকা গ্যাস বিল বাকি থাকার কারণে লাইন কেটে দেয়া হয়েছে। এর ফলে এখানে শীতকালে ঠান্ডা পানিতে সুইমিং করা অনেক কষ্টসাধ্য বিষয়। এই বিষয়ে মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি।'

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলা থেকে আজ সাঁতারুদের বাছাই করা হয়। 
যারা বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে তাদের ইয়েস কার্ড দেয়া হয়। উত্তীর্ণ সাঁতারুদের হাতে ইয়েস কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু বাছাই করা হবে। সুইমিং ফেডারেশন ৮টি বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করবে। বয়সসীমা হচ্ছে ৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়