স্পোর্টস ডেস্ক: সাইপ্রাস নারী দলের স্পিনার সামান্থি দুনুকেদেনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল চল্লিশে, আর ৪১ বছর বয়সে গড়লেন নজিরবিহীন এক রেকর্ড। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। --- উইজডেন/ চ্যানেল২৪
এটাই মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে চতুর্থ সেরা বোলিং ফিগার। এর চেয়েও বড় বিষয়, ৪১ বছর ৮১ দিন বয়সে এই রেকর্ড গড়ে তিনি হয়ে গেলেন সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট পাওয়া ক্রিকেটার। নারী কিংবা পুরুষ, কেউই আগে এমন কীর্তি গড়েননি।
ভিনোরে অনুষ্ঠিত ওই ম্যাচে চেক প্রজাতন্ত্র টস জিতে সাইপ্রাসকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে সাইপ্রাস। জবাবে সামান্থির ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি চেক ব্যাটাররা মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায় দলটি।
প্রথম বলেই উইকেট পান দুনুকেদেনি, প্রথম ওভারেই দুটি শিকার। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট তুলে নেন এই ডানহাতি অফস্পিনার। এক ওভারে দেন মেডেনও। সব মিলিয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৭ উইকেট, এক কথায় অভাবনীয়।
এই ম্যাচেই থেমে থাকেননি দুনুকেদেনি। দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে। ওপেন করতে নেমে ৬০ বলে ৯ চার মেরে অপরাজিত থাকেন ৬৫ রানে। আয়েশা দিরানেহেলাগের সঙ্গে উদ্বোধনী জুটিতে তিনি সাইপ্রাসকে পৌঁছে দেন ২০১ রানে, কোনো উইকেট না হারিয়েই। এটিই এখন মেয়েদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ (বিনা উইকেটে)। আগের রেকর্ডটি ছিল জার্মানির ২০১৯ সালে অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৮ রান।
মাত্র ১৭ ম্যাচের ক্যারিয়ারে ২২ উইকেট ও ৮৮ রান করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে দুনুকেদেনি। বয়স তার কাছে কখনোই বাধা ছিল না, বরং অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে নতুন ইতিহাস গড়ার পথে।