শিরোনাম
◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের ◈ বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের প্রশংসা: বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ইউনূসের উদ্যোগ প্রশংসিত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ২০ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়াবিদরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সম্মেলনের আয়োজক ও কাতারের আমিরের বোন শেখা হিন্দ বিনত হামাদ আল থানির সঙ্গে

স্পোর্টস ডেস্ক ; কাতারের দোহায় চলমান আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের গর্ব চার নারী ক্রীড়াবিদকে বিশ্বজুড়ে আগত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

চার দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় দোহায় শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি উপস্থিত সবার সামনে তার সফরসঙ্গী চার জাতীয় নারী ক্রীড়াবিদ, ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানাকে পরিচয় করিয়ে দেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, এটি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

এই প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের বিদেশ সফরে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন নারী ক্রীড়াবিদরা।

সম্মেলনে অংশ নেওয়ার আগে বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক শুভেচ্ছা সংবর্ধনাতেও অংশ নেন।

আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত নেতৃত্বস্থানীয় ব্যক্তি, চিন্তাবিদ ও নীতিনির্ধারকদের একত্র করেছে। এটি আয়োজন করেছে আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার, যা কাতার ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত একটি নীতি গবেষণা প্রতিষ্ঠান। বাংলা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়