শিরোনাম
◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের ◈ বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের প্রশংসা: বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ইউনূসের উদ্যোগ প্রশংসিত ◈ ইসির নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপিসহ ১৪৪ দল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাথলেট জ‌হির রায়হান ছয় মাসের জন্য নিষিদ্ধ 

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের কৃ‌তি অ‌্যাথ‌লেট জ‌হির রায়হান ৬ মা‌সের জন‌্য নি‌ষিদ্ধ হ‌য়ে‌ছেন, বাংলা‌দেশ অ‌্যাথ‌লে‌টিক্স ফেডা‌রেশন এই নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রে,  তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ হ‌লো গণমাধ্যমকে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপনের। গত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই স্প্রিন্টার।
বুধবার বিএএফের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চীনে প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পর, জহির এক জাতীয় দৈনিকে বলেন যে, তিনি যথাযথ প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ পাননি। তবে বিএএফ এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতার আগে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জহির এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের আগেও নিজ সার্ভিস দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এছাড়া, ঈদের ছুটির পর জহির জাতীয় ক্যাম্পে ফেরেননি। তিনি দাবি করেন, ক্যাম্পে পর্যাপ্ত সুবিধা নেই—এ কারণে বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণের অনুরোধ করেন।

বিএএফ আরও জানায়, জহিরকে এ বিষয়ে একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু দেশের এই জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার সেই চিঠির কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন জহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়