শিরোনাম
◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের ◈ বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের প্রশংসা: বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ইউনূসের উদ্যোগ প্রশংসিত ◈ ইসির নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপিসহ ১৪৪ দল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডে ও‌পেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পর এবার রৌপ‌্য পদক জিত‌লেন বাংলাদেশের রাফি

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের সাঁতারু সা‌মিউল ইসলাম রাফি থাইল‌্যা‌ন্ডে ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতেই চলেছেন  বাংলাদেশের সাঁতারু সামিউল। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতার পর রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্য জিতেছেন তিনি।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিততে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড। এই ইভেন্টে এটাই তাঁর ক্যারিয়ার–সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

৫০ মিটারে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন রাফি। ২৭.১৭ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন তিনি। এর আগে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

থাই ওপেনের এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন স্বাগতিক সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জেতা তুর্কমিনিস্তানের গুরবানের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ারসেরা টাইমিং করেন রাফি। তার সময় লেগেছিল ৫৮.৯০ সেকেন্ড। এর আগে, তার সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড।

স্বাগতিক থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের প্রতিযোগী মিলিয়ে প্রায় ৪০ জন অংশ নেন এই ইভেন্টে।

এদিকে, থাইল্যান্ডে দুই পদক জিতে এসএ গেমসে স্বর্ণ পদকের আশা বেড়েছে সাঁতারু রাফির। এছাড়া, জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণ জয় রয়েছে রাজবাড়ীর এই সাঁতারুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়