শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডে ও‌পেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পর এবার রৌপ‌্য পদক জিত‌লেন বাংলাদেশের রাফি

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের সাঁতারু সা‌মিউল ইসলাম রাফি থাইল‌্যা‌ন্ডে ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতেই চলেছেন  বাংলাদেশের সাঁতারু সামিউল। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতার পর রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্য জিতেছেন তিনি।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিততে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড। এই ইভেন্টে এটাই তাঁর ক্যারিয়ার–সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

৫০ মিটারে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন রাফি। ২৭.১৭ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন তিনি। এর আগে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

থাই ওপেনের এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন স্বাগতিক সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জেতা তুর্কমিনিস্তানের গুরবানের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ারসেরা টাইমিং করেন রাফি। তার সময় লেগেছিল ৫৮.৯০ সেকেন্ড। এর আগে, তার সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড।

স্বাগতিক থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের প্রতিযোগী মিলিয়ে প্রায় ৪০ জন অংশ নেন এই ইভেন্টে।

এদিকে, থাইল্যান্ডে দুই পদক জিতে এসএ গেমসে স্বর্ণ পদকের আশা বেড়েছে সাঁতারু রাফির। এছাড়া, জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণ জয় রয়েছে রাজবাড়ীর এই সাঁতারুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়