শিরোনাম
◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ ◈ শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের ◈ ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তামিমকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল

মনিরুল ইসলাম: ক্রিকেটার ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের অন্যতম সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে যান প্রতিনিধি দল। সেখানে তাকে তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন— তামিম ইকবালের মা এবং ক্রিকেটার আকরাম হোসেন।

তারেক রহমানের প্রতিনিধি দলে ছিলেন-মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের মামাতো ভাই অভিক এসকান্দার।

বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়া পল্টনে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়