শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিল সিমন্স ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ থাকছেন, চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য হেড কোচ হিসেবে ফিল সিমন্সের উপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে বছরের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

৬১ বছর বয়সী এই কোচ গত বছর অক্টোবরের শুরুতে শান্ত-লিটনদের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন। সেই চুক্তির মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সিমন্সের কোচিংয়ে সেবার দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও খেলেছিল বাংলাদেশ।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন সিমন্স। এরপর ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ ছিলেন তিনি। তার অধীনে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দারুণ সাফল্য পায় আইরিশরা।

সিমন্সের অধীনে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৮-১৯ সালে ছিলেন আফগানিস্তানের কোচ। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ছিলেন।

চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে সিমন্স বলেন, “দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা একসঙ্গে দুর্দান্ত কিছু অর্জন করতে পারি বলে আমি বিশ্বাস করি। সামনে চ্যালেঞ্জিং পথচলার অপেক্ষায় রয়েছি।

গত কয়েক মাসে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করাটা ছিল দারুণ উপভোগ্য। এই দলের শক্তি, প্রতিশ্রুতি ও সামর্থ্য অসাধারণ। আমি খেলোয়াড়দের সর্বোচ্চ দক্ষতায় পৌঁছাতে সাহায্য করতে মুখিয়ে আছি। নতুন মেয়াদে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন সিমন্স। আগামী ২০ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি মাঠে গড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়