শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আল্লাহর অশেষ রহমত আর দেশবাসির দোয়ায় আমি ফিরে এসেছি, হাসপাতাল থেকে ফেসবুকে তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় তামিম ইকবাল দু’দফা হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন। কিন্তু দ্রুত চিকিৎসা পাওয়ার পর বর্তমানে সুস্থ আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বর্তমানে ভর্তি আছেন সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখান থেকে নিজের সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে সবাইকে একে-অপরের বিপদে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন দেশসেরা ওপেনার।

মঙ্গলবার দুপুর ৩টা ৩১ মিনিটে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে নিজের সবশেষ অবস্থার কথা জানান তামিম। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, “সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

এর আগে সোমবার সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর নিকটস্থ কেপিজে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। সেখানেই অ্যানজিওপ্লাস্টি করে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের হার্টে স্টেন্ট বা রিং বসানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়