শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফ্রান্স নেশন্স লিগের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে। তারা লিগের কোর্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে দেয়। প্রথম লেগে ২-০ গোলে হারা ফরাসিরা ঘরের মাঠে নির্ধারিত সময়ে একই ব্যবধানে জয় পায়। এরপর পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে ফ্রান্স।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে হারা ফ্রান্স ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে প্রথম হাফে গোলের দেখা পায়নি ফরাসিরা। দ্বিতীয় হাফে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ফল পায় দেশমের দল। ৫২তম মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন ওলিসে। যা ফ্রান্সের জার্সিতে তার প্রথম গোল। ম্যাচটি ১-০ গোলে শেষ হওয়ার পথেই ছিল। তবে ম্যাচ শেষের দশ মিনিটে আগে আবারও গোল পায় ফ্রান্স।

৮০তম মিনিটে ওলিসের পাস থেকে গোল করে দুই লেগ মিলিয়ে ফ্রান্সকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। এর আগে দুইটি সহজ সুযোগ মিস করেন এমবাপ্পে। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।
শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচ শটে দুই দলই দুইটি করে মিস করে। তবে পড়ে নেয়া দুই শটের দুইটিতেই ফ্রান্স গোল পেলেও ক্রোয়েশিয়ার একটি শট ঠেকিয়ে দেয় ফরাসি গোলকিপার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়