শিরোনাম
◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস ◈ নিয়ন্ত্রণ হারানোর পরও পাইলট খালি মাঠ খুঁজছিলেন: বিমানবাহিনীর প্রধান ◈ সিরাজগঞ্জে ৫ শিক্ষক গড়ে তুলেছেন শক্তিশালী প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেট, শাস্তি পাচ্ছে না অভিযুক্ত শিক্ষকরা ◈ ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ◈ চান্দিনায় নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সড়কটি ভাঙ্গন, খানাখন্দে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ব্যাট চুরির অভিযোগ 

স্পোর্টস ডেস্ক : এমনিতেই ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। তার উপর আবার চুরির অভিযোগ। পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির এক ক্রিকেটারের বিরুদ্ধে। আর এটি প্রকাশ্যে এনেছেন খোদ পাকিস্তানেরই এক সাংবাদিক। অবশ্য সেই ক্রিকেটারের নাম বলেননি ওয়াহিদ খান নামে ওই সংবাদকর্মী। তবে ওই ক্রিকেটার ‘জনপ্রিয়’ বলে উল্লেখ করেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে পাকিস্তানের অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান লিখেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কেনেন। দোকানের মালিক নিউইয়র্কে গিয়ে সেই ব্যাট পৌঁছে দিয়েছিলেন। তবে তিনি এখনও ব্যাটের মূল্য পরিশোধের অপেক্ষায় আছেন এবং সেই ক্রিকেটার তার ফোনকলে সাড়া দিচ্ছেন না।

এমন বিব্রতকর অভিযোগ তোলা ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। ব্যাটের টাকা পরিশোধ না করার ওই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এমনকি ওই ক্রিকেটার কে হতে পারেন তারা সেই জল্পনাও শুরু করেছেন। একইসঙ্গে এই ঘটনা সত্যি হলে, পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। ভারত এবং নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে তারা খাদের কিনারায় চলে যায়। এরপর আয়ারল্যান্ড ও কানাডাকে হারালেও বাবর আজমের দল পরের রাউন্ডের টিকিট পায়নি। এমন দলীয় ব্যর্থতার পর ব্যাট কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ পাকিস্তানের জন্য আরও বেশি বিব্রতকর। শেষ পর্যন্ত এই ঘটনা কোনদিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়