শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ ছক্কা ও ১৪ চারে টি টোয়েন্টিতে অপরাজিত ১৬২ রানের রেকর্ড

শাহিবজাদা ফারহান, ছবি: সংগৃহীত

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন ডানহাতি ব্যাটসম্যান শাহিবজাদা ফারহান। ন্যাশনাল টি টোয়েন্টি কাপে পেশাওয়ার রিজিয়নের হয়ে খেলে কোয়েটা রিজিয়নের বিপক্ষে ৭২ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। ইনিংসটিতে ছিল ১১টি ছক্কা ও ১৪টি চার।

এই ইনিংসের মাধ্যমে পাকিস্তানের স্বীকৃত টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ফারহান। এর আগে ২০১৭ সালে কামরান আকমল ৭১ বলে অপরাজিত ১৫০ রান করেছিলেন, যা এতদিন শীর্ষে ছিল।

বিশ্ব ক্রিকেটের টি টোয়েন্টি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় ফারহানের এই ইনিংস তৃতীয় স্থানে রয়েছে। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল, যিনি ২০১৩ আইপিএলে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

আইপিএল খেলতে তিন দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব
১৬২ রানের এই ইনিংসে ফারহানের সঙ্গে জায়গা ভাগাভাগি করেছেন আরও তিনজন। তারা হলেন- জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা, আফগানিস্তানের হাজরতউল্লাহ জাজাই ও দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন শাহিবজাদা ফারহান। টুর্নামেন্টের চার ইনিংসে ২৭টি ছক্কার সাহায্যে ২০৭ গড়ে ও ১৮৯.৯০ স্ট্রাইক রেটে করেছেন ৪১৪ রান। দ্বিতীয় স্থানে থাকা ব্যাটার আবদুল্লাহ ফজলের সংগ্রহ মাত্র ২৩১ রান।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব একটা সফল নন শাহিবজাদা ফারহান। ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৯ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে তার সংগ্রহ মাত্র ৮৬ রান, গড় ৯.৫৫। একমাত্র দুই ইনিংসে ডাবল ফিগারে পৌঁছেছেন ৩৯ ও ১৯ রান করেছেন তিনি। বাকি ম্যাচগুলোতে একক সংখ্যায় আউট হয়েছেন।

এই দুর্দান্ত ইনিংসের পর আবারও পাকিস্তানের জাতীয় দলে ফেরার আশা জাগিয়ে তুলেছেন শাহিবজাদা ফারহান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়