শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান দল নিয়ে নির্বাচক ও কোচের ভূমিকায় সমালোচনা শহীদ আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক দেশ হয়েও ভরাডুবি হয়েছে পাকিস্তানের। নিজেদের মাঠে টুর্নামেন্ট খেলে সুবিধা করতে পারেনি দলটি। ব্যর্থতার পর দেশটির সাবেক ক্রিকেটাররা কড়া সমালোচনা করছেন পাকিস্তান দলের। এবার এই যাত্রায় যুক্ত হয়েছেন শহীদ আফ্রিদিও।

পাকিস্তান এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ডে। টানা দুই ম্যাচ হেরে সিরিজ প্রায় হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। এমন অবস্থায় তাদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০-১১ ম্যাচের অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের তারা দলে নিয়েছে। তাই তাদের সমালোচনা করেছেন তিনি।

আফ্রিদি বলেছেন, প্রথম শ্রেণিতে ১০-১১ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এমন ক্রিকেটারদের পাঠিয়েছে তারা। আবার যেখানে স্পিনারদের প্রয়োজন সেখানে পেসারদের নিয়েছে।’

শুধু নির্বাচক নন, ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটাররা এখন আফ্রিদির মতো খেলতে চান বলেও খোঁচা দিয়েছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার। 

এই পর্যায়ে এসে ব্যাটারদের অফ-স্পিন শেখানোটা দৃষ্টিকটু লাগছে বলে জানান তিনি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘এই পর্যায়ে এসে পাকিস্তান দলকে এমন কিছু শেখানো উচিত নয়। প্রত্যেকেই আফ্রিদির মতো খেলতে চায়। আপনি প্রতি ম্যাচে ২০০ করতে পারবেন না।’

যোগ্য ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে আফ্রিদি বলেছেন, ‘উসমান খান এবং মোহাম্মদ হাসনাইন পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন ধরেই তারা বেঞ্চ গরম করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়