শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত-কোহলিরা ৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে  অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। এই টুর্নামেন্ট জিতে কোহলি-রোহিতরা পুরস্কার হিসেবে যে প্রাইজমানি পেয়েছিল তা ছিল ২৭ কোটি টাকারও বেশি। এবার নিজ বোর্ড (বিসিসিআই) থেকেও সুখবর পেল ভারতীয় দল। চ্যাম্পিয়ন হবার সুবাদে বোর্ডের পক্ষ থেকে তারা আরও পাচ্ছে ৫৮ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ৮১ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি রজার বিনি এই বোনাসের খবর জানান। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক প্যানেলও এই বোনাসের আওতায় থাকবেন।

বিসিসিআই সভাপতি বলেন, ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।

উল্লেখ্য, আইসিসি থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য ভারত পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। তবে সেই টাকার চেয়ে বোনাসটা এলো আরও বড় অঙ্কের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়