শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল শুরুর আগেই উমরান মালিককে হারালো কলকাতা নাইটরাইডার্স 

স্পোর্টস ডেস্ক : আইপিএল আগামী ২২ মার্চ মাঠে গড়াবে। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম ম্যাচ খেলতে নামার আগেই বড় ধাক্কা খেলো দলটি। চোটের কারণে আইপিএলের পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন গতিতারকা উমরান মালিক। তার চোটে অবশ্য আরেকজনের সুযোগ তৈরি হয়েছে। তিনবারের শিরোপাধারীরা উমরানের জায়গায় দলে ভিড়িয়েছে চেতন সাকারিয়াকে, যিনি দলটির নেট বোলার হিসেবে কাজ করছিলেন।

২০২২ আইপিএলে বল হাতে গতির ঝড় তুলে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন উমরান। জম্মু–কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার তখন নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতেন। এর জেরে ভারত জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। 

তবে খুব বেশি দিন ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি উমরান। গত বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতে এক ওভারে ১৫ রান দেওয়ার পর আর বলও হাতে পাননি। এরপর তাকে ছেড়ে দেয় হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। 

এবার মেগা নিলামে উমরানকে ৭৫ লাখ রূপিতে কিনেছিল কেকেআর। সে সময় উমরান বলেছিলেন, কেকেআরের জার্সি পরার জন্য তর সইছে না। ওরা গতবারের চ্যাম্পিয়ন। আশা করি ওদের আরও একটা ট্রফি জেতাতে পারব। সেই আশা এ বারের মতো অপূর্ণই থেকে যাচ্ছে উমরানের।

গতবারের রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান। তার পরে তার ডেঙ্গু হয়। সেটা সারতে না সারতেই গোড়ালিতে চোট পান। ফলে গত মৌসুমে তিন ফরম্যাটে সেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলাই হয়নি তার। তবু কেকেআর তার উপরে ভরসা রেখেছিল। তবে সেই চোটই ছিটকে দিল উমরানকে।

গতকাল রোববার (১৬ মার্চ) কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, সুস্থ না হয়ে ওঠায় আইপিএল খেলা হচ্ছে না উমরানের। তার জায়গায় খেলবেন সাকারিয়া। গত বছরও তিনি কেকেআরে ছিলেন। তবে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। এখন দেখার এই মরসুমে তার ভাগ্যে শিকে ছেঁড়ে কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়