শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দেশের কোচদের নিয়ে জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্ন সফরের জন্য বিশেষ প্রস্তুতি কিংবা জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সবসময় প্রস্তুত রাখতে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রাম চালু করেছিল। বছরজুড়ে এমন প্রোগ্রাম চালু রাখতে দেশের কোচদের নিয়ে ছায়া কোচিং প্যানেলও চান খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে যোগাযোগ রেখে জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের প্রস্তুত রাখবেন তারা। এমন কিছুই দেখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বাংলাদেশ টাইগার্সের বেশ কয়েকটি ক্যাম্পে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন  মিজানুর রহমান, সোহেল ইসলাম, আফতাব আহমেদ, নাজমুল হোসেন, তালহা জুবায়েররা। সিরিজ বা সফরভিত্তিক এমন ক্যাম্প হলেও সেটা পুরো বছর জুড়ে চালিয়ে নিয়ে গেলে আরও বেশি কাজে আসবে বলে মনে করেন অনেকে। মিরপুরের বাইরে দেশের ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারেন না।

এমন কী এইচপি ক্যাম্প, এ’ দলের ক্যাম্প ও বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প না হলে ভবিষ্যত তারকারাও প্রস্তুতির ঘাটতিতে থাকেন। ফলে কোনো ক্রিকেটারের বিকল্প প্রয়োজন হলে সেটা তৎক্ষণাৎ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় নির্বাচকদের জন্য। খুঁজে পাওয়া গেলেও ক্রিকেটাররা কতটা প্রস্তুত থাকেন সেটা নিয়েও প্রশ্ন উঠে। এমনটা থেকে বেরিয়ে আসতেই জাতীয় দলের বাইরে একটা ছায়া কোচিং প্যানেল চান সুজন। 

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয় প্রধান কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের তার অধীনে আরও একটা ছায়া কোচিং টিম লাগবে। যারা জাতীয় দলের তারা সফরে যাবে কিন্তু একটা ছায়া কোচিং টিম খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। 

যারা ফিল সিমন্স বা যিনি প্রধান কোচ থাকবে তার সঙ্গে কাজ করবে বা যিনি ব্যাটিং কোচ বা স্পিন বোলিং কোচ তার সঙ্গে কাজ করে। আপনি যখনই চলে (সফরে) যাবেন তখন ছেলেগুলোকে পরিচর্যা করা গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে আপনার ১৫ জনের একটা স্কোয়াড আছে, আরও ১৫ জন খেলোয়াড়কে আপনার তৈরি রাখতে হবে। এর মধ্যে অফ ফর্ম হবে, ইনজুরি হবে অনেক কিছুই হতে পারে।

কদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হলেও সেখানে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। সুজনের চাওয়া জাতীয় দলের আশেপাশে থাকা ১৫ ক্রিকেটারকে রুকি চুক্তিতে রাখা যেতে পারে। ডিপিএল, বিপিএল কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও তারা যেন বিসিবির অধীনে ডায়েট, অনুশীলন সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুত রাখতেই এমন পন্থা অবলম্বন করতে বলছেন বিসিবির সাবেক পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়