শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলি এখনই অবসর নেবেন না

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জানিয়েছিলেন অবসর এখনই নেবেন না তিনি। দলের সিনিয়র তারকা বিরাট কোহলিও বললেন একই কথা। ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন এখন অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে। 

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ওয়ানডে ও টেস্টে নিয়মিত খেলে যাচ্ছেন। খুব বেশি ছন্দ ধরে না রাখতে পারলেও দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। নিজের এই খেলা এখনও উপভোগ করে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। যতদিন উপভোগ করে যাবেন ততদিন অবসর নেবেন না বলে জানান তিনি।  

কোহলি বলেন, চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনো কীর্তি গড়ার জন্য খেলি না। 

কোহলি আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আগ্রহ থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার অনেক আলাপ হয়েছিল। সে আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে। কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়