শিরোনাম
◈ বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান ◈ বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনের মধ্যেও বহমান আন্তঃনির্ভরতা ◈ পলাতক আ.লীগের নেতাদের জমি বিক্রির হিড়িক: টাকা পাচার হচ্ছে দুবাই, কানাডা, ইউরোপে! ◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে গত ৬ মার্চ ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল।  নেইমারও ছিলেন ওই দলে। ২০২৩ সালে অক্টোবরের পর ফের জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ১৬ মাস আগে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। যা তাকে প্রায় এক বছরের জন্য মাঠ থেকে ছিটকে দেয়। 

অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরলেও সুবিধা করতে পারছিলেন না। একপ্রকার বিরক্ত হয়ে চুক্তি শেষ হওয়ার আগে তাকে বিদায় জানিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেখান থেকে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি। এরপর আবার নিজেকে প্রমাণ করে দীর্ঘদিন পর জায়গা করে নেন জাতীয় দলে। কিন্তু ইনজুরি যেন তার ভাগ্যকে নিয়ে খেলা বন্ধ-ই করছে না। জাতীয় দলে ডাক পেয়েও খেলা হচ্ছে না তার। এবার উরুতে চোট পেয়ে ছিটকে গেলেন তিনি।

উরুর ইনজুরি অবশ্য সাম্প্রতিক নয়। গত সোমবার (১০ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না নেইমার। করিন্থিয়াসের বিপক্ষে ২-১ গোলে ম্যাচটা হেরেও গেছে তারা।

ওই ম্যাচ শেষেই তার ইনজুরির খবর পাওয়া গিয়েছিল। তবে সেটা তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছিল। যার কারণে আশা করা হচ্ছিল কলম্বিয়ার বিপক্ষে ২১ মার্চ আর আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের ম্যাচে খেলবেন তিনি।
কিন্তু শনিবার (১৫ মার্চ) ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করলেন খেলা হচ্ছে না নেইমারের। শুধু নেইমার-ই নন, ব্রাজিল মেডিকেল টিমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দানিলো ও এডারসনও। ইতোমধ্যে তাদের বদলির নামও ঘোষণা করেছেন দরিভাল।

তিনি বলেন, দল ঘোষণার পর থেকে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ সকল খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত আমাদের অবগত করেছে।  বিশেষ করে (ইনজুরিতে থাকা) দানিলো, নেইমার ও এডারসনের বিষয়ে। সবকিছু যাচাই-বাছাই শেষে আমরা তাদের পরিবর্তে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়