স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ফলে সুযোগ নেই আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর।
আজ বুধবার (২৮ মে) মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন।
কিন্তু এই সিরিজে নেই ডিআরএস। আর সেটা মূলত ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে। ইতোমধ্যে দুই দেশ যুদ্ধ থেকে সরে আসলেও ডিআরএস পরিচালনা করেন এমন কর্মীরা পাকিস্তান যেতে পারছেন না। যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়।
আর এ কারণেই পিএসএলের শেষ দিকের অংশে ছিল না ডিআরএস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে সিরিজেও বঞ্চিত হতে হচ্ছে প্রযুক্তির এই বাড়তি সুবিধা থেকে।
বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে গড়াবে সবগুলো ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর টাইগারদের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ।