শিরোনাম
◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানকে 'অবাঞ্ছিত' ঘোষণা

অপসারিত না হওয়া পর্যন্ত এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় তাঁকে অপসারণের দাবিতে ঘোষিত লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে। এনবিআর বিলুপ্ত করে সরকারের জারি করা অধ্যাদেশের খসড়া প্রস্তুতির প্রক্রিয়ার শুরু থেকে প্রতিটি ধাপে এনবিআর চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নিয়েছেন ও চরম অসহযোগিতা করেছেন। সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনবিআরের কর্মকর্তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রত্যাশা জানিয়ে আন্দোলনকারীরা জানান, ‘রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকার কর-রাজস্ব নীতি প্রণয়ন, কর-রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় জ্ঞান, দক্ষতা ও বাস্তব কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তাকে এনবিআর চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব প্রদান করবেন বলে আমরা আশা করছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এনবিআর বিলুপ্ত করবে না অর্থ মন্ত্রণালয়ের এই প্রেস বিজ্ঞপ্তি জারির পরপরই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ২৬ মে থেকে ঘোষিত পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর ফলে ওই দিন থেকে সব দপ্তরে পুরোদমে কাজ চলছে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা দাবি করেছিলাম আজ ২৯ মের মধ্যে তাকে অপসারণ করতে হবে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে আমরা আশ্বস্ত হয়েছি। সরকারের আন্তরিক হস্তক্ষেপে ইতিমধ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ তৈরি হয়েছে।’

উল্লেখ্য, এনবিআর বিলু্প্ত করে ১২ মে এক অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ তৈরির সিদ্ধান্ত নেয়। এরপর ওই অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারসহ মোট চার দফা দাবিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়