শিরোনাম
◈ বিএনপির স্লোগানে, কথায়, কর্মসূচিতে ‘ডিসেম্বর, ডিসেম্বর' ◈ ‘পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে তারেক রহমানকে হত্যা ছিল পরিকল্পনা’ (ভিডিও) ◈ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ◈ বাংলাদেশ দ‌লের মধ‌্যমাঠ এখন দক্ষিণ এশিয়ার সেরা: কোচ কাবরেরা ◈ জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ (ভিডিও) ◈ বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া প‌রিষদ ◈ রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানকে 'অবাঞ্ছিত' ঘোষণা ◈ সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে যেতে পারবো না, বললেন নাহিদ (ভিডিও) ◈ ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ  ◈ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, ১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথ‌মিক দল ঘোষণা, আ‌ছেন কানাডা প্রবাসী শমিত

নিজস্ব প্রতি‌বেদক : সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রাথমিক দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শমিত সোম।

বুধবার ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের হয়ে খেলার জন্য এরই মধ্যে ফিফার ছাড়পত্র পেয়েছেন শমিত। কানাডার প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। দলে আছেন ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া হামজা চৌধুরীও।

ভারতের বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়া ইতালিয়ান চতুর্থ স্তরের লিগে খেলা ফাহামিদুল ইসলামকে আবারও দলে রাখা হয়েছে। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে দলের ক্যাম্পে ছিলেন তরুণ এই ফরোয়ার্ড। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের জন্য ঘোষণা করা দলে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা, যা নিয়ে সে সময় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল।

আগামী ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আগামী বুধবার ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হামজা-জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম

ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহারিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা

  • সর্বশেষ
  • জনপ্রিয়