শিরোনাম
◈ বিএনপির স্লোগানে, কথায়, কর্মসূচিতে ‘ডিসেম্বর, ডিসেম্বর' ◈ ‘পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে তারেক রহমানকে হত্যা ছিল পরিকল্পনা’ (ভিডিও) ◈ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ◈ বাংলাদেশ দ‌লের মধ‌্যমাঠ এখন দক্ষিণ এশিয়ার সেরা: কোচ কাবরেরা ◈ জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ (ভিডিও) ◈ বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া প‌রিষদ ◈ রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানকে 'অবাঞ্ছিত' ঘোষণা ◈ সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে যেতে পারবো না, বললেন নাহিদ (ভিডিও) ◈ ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ  ◈ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, ১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি‌জের প্রথম ম‌্যাচ, লিটনকে আউট করে বাংলাদেশের মনোবল নষ্ট করতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে নিজের দিনে প্রতিপক্ষের জন্য হুমকি লিটন দাস। যদিও এরকম দিন আসে মাঝে মাঝে। সামর্থ্যের ছিটেফোঁটাও লিটন আন্তর্জাতিক ক্রিকেটে ঠিকভাবে দেখাতে পারেননি। তবুও ওই মাঝে মাঝের দিনটার জন্যই দলগুলো আলাদা করে সমীহ করে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অধিনায়ক আঘা সালমান যেমন সেই বার্তাই দিলেন। আজ (২৮ মে) শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে লিটনকে আগেভাগেই ফেরাতে চায় স্বাগতিকরা।-- ডেই‌লি ক্রিকেট
 সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যেমনটা বলছিলেন, 'ওদের অধিনায়ক লিটন দাস বেশ ভালো ব্যাটসম্যান। ও এমন একজন ক্রিকেটার, আমরা চাইব যাকে বেশি রান করতে না দিতে। অধিনায়ক যদি রান না করে, তাহলে ওদের মনোবল কমে যেতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ পেস আক্রমণ দুর্দান্ত করছে। যে কারণে প্রতিপক্ষও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের নিয়ে আলাদা কথা বলেন।

চোটের কারণে বাংলাদেশের অন্যতম বেশ বোলিং ভরসা মুস্তাফিজ, তাসকিন পাকিস্তান সফরের দলে নেই। তবুও বাকি পেসারদের নিয়ে নিজেদের ভাবনার কথা জানালেন পাকিস্তান অধিনায়ক। 

আঘা সালমান বলেন, 'বাংলাদেশ এখন যেভাবে ক্রিকেট খেলছে, ওদের পেস আক্রমণ বেশ ভালো। আগে দেখা যেত, ওদের এক-আধজন ভালো পেসার। এখন ওদের তিন-চার বোলার আছে, যারা বেশ ভালো। কোনো এক বোলারকে আমরা টার্গেট বানাইনি। সবাইকে নিয়েই পরিকল্পনা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়