শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইসিইউতে আছে পাকিস্তানের ক্রিকেট: শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের দল ঘোষণা নিয়েও আছে সমালোচনা। সব মিলিয়ে দেশটির ক্রিকেট এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা দুটি ম্যাচেই হারে পাকিস্তান। পারফরম্যান্সও ছিল হতাশাজনক। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে বড় পরিবর্তন আনে দেশটি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞরা বাদ পড়েন দল থেকে।

তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর থেকে দলের বাইরে থাকা শাদাব খানকে ফেরায় পাকিস্তান। এমনকি তাকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আফ্রিদি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, কোন ভিত্তিতে তাকে দলে ফেরানো হয়েছে? ঘরোয়া ক্রিকেট বা অন্য কোথাও তার এমন কী পারফরম্যান্স আছে যে তাকে আবারও দলে নেওয়া হলো? আমরা সবসময় প্রস্তুতির কথা বলি, কিন্তু কোনো টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর কথা হয় বড় পরিবর্তনের। বাস্তবতা হলো, পাকিস্তান ক্রিকেট ভুল সিদ্ধান্তের কারণে আইসিইউতে রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অব্যবস্থাপনার কড়া সমালোচনা করে আফ্রিদি জানান, ঘন ঘন অধিনায়ক ও কোচ পরিবর্তনের কারণে দলের উন্নতি হচ্ছে না।

বোর্ডের সিদ্ধান্ত ও নীতিতে কোনো ধারাবাহিকতা নেই। আমরা বারবার অধিনায়ক, কোচ বা খেলোয়াড় বদলাই, কিন্তু শেষ পর্যন্ত বোর্ড কর্মকর্তাদের জবাবদিহির কী হয়? ক্যাপ্টেন ও কোচদের মাথার ওপর যদি সবসময় অনিশ্চয়তার তলোয়ার ঝুলতে থাকে, তাহলে ক্রিকেট কিভাবে এগোবে?

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও তার ক্রিকেট জ্ঞানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, তিনি পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান, তবে শেষ পর্যন্ত তাকে পরামর্শের ওপর নির্ভর করতে হয়। আমি তাকে বলেছি, তিনটি কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তাকে একটি বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, কারণ পিসিবি চেয়ারম্যান হওয়া একটি পূর্ণকালীন দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়