শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা

স্পোর্টস ডেস্ক : গত সোমবার ঘটনার সূত্রপাত। ইস্তাম্বুলে গালতাসারের বিপক্ষে ফেনেরবাচের গোলশূন্য ড্রয়ের পর ‘বানরের মতো লাফালাফি করেছে’ বলে মন্তব্য করেন মরিনহো। ম্যাচ শেষে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন।

গালাতাসারে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ফেনেরবাচের ম্যানেজারের দায়িত্ব নিয়ে তুরস্কে আসার পর থেকেই জোসে মরিনহো তুরস্কের মানুষের উদ্দেশ্যে অবমাননাসূচক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার মন্তব্য অনৈতিক তো বটেই, অমানবিকও।

বর্ণবাদের অভিযোগ উঠায় বিষয়টাকে নিজের ‘নৈতিক ক্ষতি’ বলে মনে করছেন মরিনহো। ফলে গালাতাসারের কাছে ক্ষতিপূরণ চেয়ে নিজ ক্লাবের আইনজীবীর মাধ্যমে মামলা করেছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে ৪২ হাজার পাউন্ড চাওয়া হয়েছে।

মরিনহোর বিরুদ্ধে বর্ণবাদীর অভিযোগ উঠার পর তার পাশে দাঁড়িয়েছিলেন দিদিয়ের দ্রগবার মতো কিংবদন্তিরা। চেলসিতে মরিনহোর অধীনে ৪ বছরের বেশি সময় খেলেছেন আইভরি কোস্ট তারকা, পর্তুগিজ কোচকে তিনি চেনেন ২৫ বছর ধরে। আইভরি কোস্টের এই কিংবদন্তি গালাতসারেতেও খেলেছেন।

মরিনহোকে বাবা সম্বোধন করে দ্রগবা এক্সে এক পোস্টে লিখেছেন, ‘প্রিয় গালাতসারে আপনারা জানেন যে আমি হলুদ এবং লাল জার্সি (গালাতসারের জার্সি) পরার জন্য কতটা গর্বিত এবং তুরস্কের সবচেয়ে সজ্জিত ক্লাবের প্রতি আমার ভালবাসা আছে! আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বিতা কতটা উত্তপ্ত হতে পারে। এটার যথেষ্ট অভিজ্ঞতা আছে।

জোসে মরিনহো সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য দেখেছি। আমাকে বিশ্বাস করুন, ২৫ বছর ধরে চিনি এবং তিনি বর্ণবাদী নন। এটা প্রমাণ করার জন্য ইতিহাস (অতীত এবং সাম্প্রতিক) আছে।... আমার বাবা কীভাবে বর্ণবাদী হতে পারে। চেলসির আরেক সাবেক মাইকেল এসিয়েনও মরিনহোর প্রতি সমর্থন জানিয়েছিলেন। ঘানার এই ফুটবলার চেলসিতে ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন। তথ্যসূত্র, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়