শিরোনাম
◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের পেনাল্টি কিকের ভক্ত মেসি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমারের পেনাল্টি শটের ভক্ত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। পিএসজিতে সতীর্থ থাকাকালীন তিনি নিজেই সেধে গিয়ে নেইমারের কাছে শিখতে গিয়েছিলেন পেনাল্টি কিক। তারপর থেকে সবক নিয়ে এরপর তো বাজিমাত করলেন কাতার বিশ্বকাপে। - সময়নিউজ 

২০২২ ফিফা বিশ্বকাপে পেনাল্টি থেকে তার সফল স্পটকিকে ফ্রান্সের বিপক্ষে প্রথম লিড পেয়েছিল আর্জেন্টিনা। এরপর ট্রাইব্রেকারেও তিনি নিঁখুত শটে বল পাঠান জালে। আর ওই বিশ্বকাপ জিতেই ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছিলেন মেসি।

সম্প্রতি মেসির পেনাল্টি শিখতে চাওয়ার বিষয়টি নিজেই গণমাধ্যমে প্রকাশ করেছেন নেইমার। যদিও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের এমন আগ্রহে বেশ হতবাক-ই হয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

পদপা পডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, “আমি মেসিকে পেনাল্টি নেয়া শিখতে সাহায্য করেছি। আমরা অনুশীলনে ছিলাম এবং তখন সে আমার কাছে শিখতে চেয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কীভাবে এমন পেনাল্টি নাও?’ আমি তখন অবাক হয়ে বলেছিলাম, তুমি কি পাগল? তুমি মেসি! যদি আমি পারি, তুমিও পারবে।

অবশ্য মেসির অনুরোধ ফেরাতে পারেননি নেইমার। বিশ্বসেরা তারকাকে তিনি সময় নিয়েই শিখিয়েছিলেন পেনাল্টি নেয়া। এরপর ব্রাজিলিয়ান তারকার পরামর্শ মতোই অনুশীলন করেছিলেন মেসি।

অবশ্য মেসি বিশ্বসেরা তারকা হয়ে উঠলেও নেইমারকে সব সময়ই গুরুত্ব দিতেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় ব্রাজিলিয়ান উইঙ্গারকে আগলে রেখেছিলেন তিনি। এরপর তার টানেই ২০২১ সালে পাড়ি দেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটিতে দুই মৌসুম তারা সতীর্থ হিসেবে খেলেন।

 ২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। অন্যদিকে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগ হয়ে বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়