শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আল ই‌ত্তিহা‌দের কা‌ছে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কায় ‌রোনাল‌দোর আল নাসরের

স্পোর্টস ডেস্ক; আল-ইত্তিহাদের বিপক্ষে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েছিল আল-নাসের। কিন্তু বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে করিম বেনজেমার আল-ইত্তিহাদ। ম্যাচ হারায় আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট পর্বে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের। -- অলআউট স্পোর্টস

সৌদি প্রো লিগের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হারে আল-নাসের। এই জয়ে লিগ শিরোপার আরও আছে এগিয়ে গেল বেনজেমার দল।

ম্যাচের তৃতীয় মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল-নাসের। ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে ওভারহেড কিকে গোলের চেষ্টা করেন রোনালদো। কিন্তু শটটি দুর্বল হওয়ায় তা কাজে আসেনি। এরপর ৩৭তম ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

বিরতির পরই আল-ইত্তিহাদের হয়ে এক গোল শোধ দেন বেনজেমা। ৪৯তম মিনিটে প্রতিপক্ষের দুই ফুটবলারের মাঝ থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড। মিনিট তিনেক পরই দলকে সমতায় আরেক ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল আল-ইত্তিহাদ। দুইয়ে থাকা আল-হিলালের পয়েন্ট ৬৫। ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আল-আহলি। ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল-নাসের।

আল-আহলি এবারের চ্যাম্পিয়নস লিগ জেতায়  আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের এলিট পর্বে সৌদি আরব থেকে খেলার সুযোগ পাবে আরও দুটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়