শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৪৫ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের বস্তা দিয়ে বাধাঁ দুই পা ও গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।

নিহত রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে।
দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

বুধবার দিবাগত রাত ১২টার পরে ভাড়া নিয়ে গেলে তার পর থেকে আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মরদেহর খবর পেয়ে পরিবারের লোকজন এসে সনাক্ত করেন।স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

জারিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানায়, আজ দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ওই ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সহ স্থানীয় লোকজন এসে দেখি মরদেহটি পড়ে আছে। পরে পুলিশ সহ নিহত যুবকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আক বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়