শিরোনাম
◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৪৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের বস্তা দিয়ে বাধাঁ দুই পা ও গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।

নিহত রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে।
দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

বুধবার দিবাগত রাত ১২টার পরে ভাড়া নিয়ে গেলে তার পর থেকে আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মরদেহর খবর পেয়ে পরিবারের লোকজন এসে সনাক্ত করেন।স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

জারিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানায়, আজ দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ওই ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সহ স্থানীয় লোকজন এসে দেখি মরদেহটি পড়ে আছে। পরে পুলিশ সহ নিহত যুবকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আক বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়