শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সফররাজ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে আফগানিস্তানকে রাখলেও নেই ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : সাউথ আফ্রিকা সবশেষ কয়েক বছরে মাঠের ক্রিকেটে ধারাবাহিক হয়ে উঠেছে। হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করামরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরেও একবার স্বপ্ন ভঙ্গ হয়েছিলো প্রোটিয়াদের। ২০২৪ সালে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট ছিলো সাউথ আফ্রিকা। 

সবশেষ দুই আইসিসি টুর্নামেন্টের সেরা চারে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেমিফাইনালে দেখছেন না সরফরাজ আহমেদ। সাউথ আফ্রিকার মতো পাকিস্তানের সাবেক অধিনায়কের সেরা চারে নেই ইংল্যান্ডও। সবশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে সুবিধা করতে পারেননি জস বাটলাররা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংলিশরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। - ক্রিকফ্রেঞ্জি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেরা চার খেলেছিল তারা। যদিও সাম্প্রতিক সময়ে দল হিসেবে ছন্দে নেই ইংলিশরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালিস্ট হিসেবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন সরফরাজ। কয়েক বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেদের ওই জায়গায় নিয়ে গেছে আফগানরা। ২০২৩ বিশ্বকাপে অল্পের জন্য সেরা চারে যেতে না পারা এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চার খেলাই প্রমাণ। 

এশিয়ার কন্ডিশনে খেলা হওয়ায় বাড়তিও সুবিধাও পাবেন রশিদ খানরা। ‘এ’ গ্রুপ থেকে সরফরাজের সেরা চারে যাওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান। ফলে পাকিস্তানের সাবেক অধিনায়কের চোখে  বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে। অথচ কদিন আগে পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে কিউইরা। 
সেরা চারটি দলের নাম প্রকাশ করলেও সরফরাজ বাকিদেরও ফেলে দিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সরফরাজ বলেন, ‘আমাকে যদি সেমিফাইনালের জন্য চারটি দল বেছে নিতে হয় তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের নাম বলব। কিন্তু আমি বাকিদেরও ফেলে দিচ্ছি না।

২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ। তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তান চাপে থাকবে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় তাদের প্রতি অনেক প্রত্যাশা থাকবে। কিন্তু সমর্থকরা তাদের পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়