শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। তার পরেও তিনি দারুণ এক কীর্তি গড়েছেন।  যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৬ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১২৩ ইনিংস। স্পর্শ করেছেন সমান সংখ্যক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। এই মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। - অলআউট স্পোর্টস

ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় দেরিতেই এই কীর্তি গড়লেন বাবর। তা না হলে আমলাকে সরিয়ে এই রেকর্ডটাও নিজের একারই করে নিতে পারতেন তিনি। এর আগে আমলাকে সরিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। জ্যাকব ডাফির করা ওভারের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসের থামে ২৯ রানে।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর ৫৫ দশমিক ৭৩ গড়ে এখন পর্যন্ত ৬ হাজার ১৯ রান করেছেন। এই ফরম্যাটে এখন পর্যন্ত হাঁকিয়েছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতক, ফিফটি ৩৪টি। ২০ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাঈদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়