শিরোনাম
◈ পাঁচ বছরের চুক্তিতে আফগানিস্তানের সেকেন্ড হোম আবুধাবির জায়েদ স্টেডিয়াম ◈ টানা দুইবার নাকি আরও বেশি? প্রধানমন্ত্রী পদ ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি কেন? ◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ◈ শহীদ জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫২ রানের ইনিংস খেলেও জয়ের দেখা পেলো না। উপরন্তু তাদের চাপে রেখে সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। 

শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫২ রানের লড়াকু জুটি গড়ে সফরকারীরা। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রিজওয়ানের দল।

৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯১ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। তখনই দলের হাল ধরেন রিজওয়ান ও সালমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬০ রানের জুটি। ম্যাচের ৪৩তম ওভারে উইয়ান মুল্ডারের বলে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। অন্যপ্রান্তে থাকা সালমান তখন রিজওয়ানের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর পর একই ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন সালমান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ওয়ানডেতে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ৩১তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের স্বাদ পেলেন সালমান।

এর আগে, ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা ও ক্লাসেনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে প্রোটিয়ারা। তাদের তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩, ৮২ ও ৮৭ রান।

এই জয়ের ফলে পাকিস্তান ওয়ানডে ইতিহাসে আরেকটি রেকর্ড গড়ল। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। অপরদিকে, দু’দল মিলিয়ে ৭০৭ রান ওঠে এই ম্যাচে, যা দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই মাঠে সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়