শিরোনাম
◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ, মিচেল মার্শ ইনজুরিতে

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ গেলেন মিচেল মার্শ। অজি এ অলরাউন্ডারের বাদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অবশ্য মিচেল মার্শ নিয়ে একপ্রকার বাজিই ধরেছিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। কেননা ফর্ম এবং ইনজুরির জন্য আরো আগ থেকেই ভুগছিলেন অজি এই অলরাউন্ডার। বাজে পারফরম্যান্সের কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে জায়গা হারানো, ইনজুরির কারণে বিগ ব্যাশে মাত্র এক ম্যাচ খেলে বিশ্রামে চলে যাওয়ার পরও বোর্ড তাকে নিয়েছিলো দলে। তবু সব আশায় গুড়েবালি দিয়ে শেষমেশ আর খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। - ডেইলি ক্রিকেট

 ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রæটি এবং রিকভারি আশানুরুপ না হওয়ার কারণে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। 
ইনজুরির সমস্যা বেশ ভালোভাবেই হানা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট শিবিরে। দলের তুরুপের তাস প্যাট কামিন্স ও ভুগছেন গোড়ালির চোটে। চলমান শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। আবার মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন জশ হ্যাজেলউডও। মিচেল মার্শ সরে যাওয়ায় এখন কে স্থলাভিষিক্ত হবেন তা ই দেখার বিষয়। গুঞ্জন রয়েছে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। 

আগামী ১৯ ফেব্রæয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে ৮ দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। আগামী ১১ ফেব্রæয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।  দর্শকরা মুখিয়ে থাকবে আরো কোনো কাঙ্খিত বা অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়