শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার অস্ট্রেলিয়াকে হারালো তিলকারত্নে দিলশানের মেয়ে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটে তিলকারত্নে দিলশানের অবদান অনন্য। খেলেছেন প্রায় ৫০০ আন্তর্জাতিক ম্যাচ, রান করেছেন প্রায় ২০ হাজার। বল হাতেও ছিলেন দারুণ কার্যকর। 

এখন তার মেয়ে লিমানসা তিলকারতেœর হাঁটছেন সে পথে। বুধবার (২৯ জানুয়ারি) শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতিয়ে হয়েছেন সেরা খেলোয়াড়। ৪ ওভারে ১৮ রানে ১ উইকেটের সাথে এই লেগ স্পিনার ব্যাট হাতে করেন ৬ রান, এক ক্যাচের সাথে ছিলো একটি রান আউট। - ডেইলি ক্রিকেট

মজার ব্যাপার হলো লিমানসা নিজেই অস্ট্রেলিয়ার নাগরিক। জন্ম শ্রীলঙ্কায় হলেও লঙ্কান কিংবদন্তীর মেয়ের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মেলবোর্নে।  আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে পরিবার নিয়ে দিলশান পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কোচিং ক্যারিয়ারে দেন মনযোগ। ১৮ ছুঁইছুঁই বয়সী মেয়ে লিমানশা ২০২১ সালেই ভিক্টোরিয়া অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে শ্রীলঙ্কার হয়ে খেলছেন বিশ্বকাপ। এ নিয়ে শুরুতে হয়েছে সমালোচনা। তবে তাতে পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন শ্রীলঙ্কার নির্বাচকরা। আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন এবার অস্ট্রেলিয়াকে হারালো তিলকারত্নে দিলশানের মেয়ের দিলশানের মেয়ে লিমানসা।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। শেন ওয়ার্নকে আদর্শ মানা লঙ্কান কিংবদন্তীর মেয়ে অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা জাতীয় দলেও সুযোগ পেয়ে যেতে পারেন। আর তেমনটা হলে দারুণ এক গল্পই তৈরি হবে।

বাবার পথ অনুসরণ করে ২২ গজে জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন শ্রীলঙ্কাকে। যেখানে তার আপাতত স্থায়ী বসবাস অস্ট্রেলিয়াতে। বাবার পরিচয় নয় নিজের পরিচয়েই বর্ণিল ক্যারিয়ারের অপেক্ষা লিমানসা তিলকারতেœর। আর তাতেই নিশ্চিতভাবেই গর্বিত হবেন সাবেক লঙ্কান তারকা তিলকারতেœ দিলশান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়