শিরোনাম
◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রংপুর রাইডার্সের হ্যাটট্রিক পরাজয়, চিটাগং কিংস জিতলো ৫ উইকেটে

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের শুরুতে হ্যাটট্রিক জয়ে আনন্দে মেতেছিলো রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জয়ের পর এবার হ্যাটট্রিক পরাজয়ের তেতো স্বাদও পেলো তিস্তা পারের দলটি। এক কথায় রংপুর রাইডার্স মুদ্রার উল্টো পিঠ দেখতে খুব একটা সময় লাগেনি। দুর্বার রাজশাহীর কাছে পরপর দুই ম্যাচে হারের পর এবার চিটাগং কিংসের কাছে হারলো তারা। রংপুরের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১৪ বল হাতে রেখেই টপকে গেছে চিটাগং।

টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠান মোহাম্মদ মিঠুন। চিটাগং কিংস অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা কম রানে সম্ভব তিস্তা পাড়ের দলটিকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে মোটামুটি সফল বিনুরা ফার্নান্দো-শরীফুল ইসলামরা।

চলমান বিপিএলে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া স্টিভেন টেইলরের ওপর এদিনও ভরসা রেখেছিল রংপুর। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের এ ক্রিকেটার। ৭ বলে খেলে রানের খাতা খুলতেই পারেননি তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। ৮ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।

সৌম্য সরকার শুরুটা করেছিলেন ভালো। কিন্তু রান আউট হওয়ার হতাশা নিয়ে ফিরেছেন তিনি। তার আগে ১৭ বলে খেলেছেন ২৩ রানের ইনিংস। সোহান রংপুরের চাপ বাড়িয়েছেন শুধু। চিটাগংয়ের বোলারদের বিপক্ষে বেশ ভুগেছেন রাইডার্স অধিনায়ক। ২১ বলে মাত্র ৯ রান করে ফিরেছেন সোহান।

রংপুরকে লড়াকু সংগ্রহ এনে দেন ইফতেখার আহমেদ। দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শেখ মাহেদী হাসান। তবে দুজনের কেউই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ৪৭ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার। মাহেদীর ব্যাট থেকে এসেছে ২০ বলে অপরাজিত ২২ রান।

চিটাগংয়ের হয়ে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন শামীম হোসেন ও শরীফুল ইসলাম।

রান তাড়ায় চিটাগংকে ভালো শুরু এনে দিতে পারেননি লাহিরু মিলান্থা। ১২ বলে ৬ রান করা শ্রীলঙ্কান এ ক্রিকেটার আকিফ জাভেদের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। গ্রাহাম ক্লার্ক ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। জাভেদের দুর্দান্ত ইয়র্কারে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তার আগে করেছেন ১২ বলে ১৫ রান।

পারভেজ হোসেন ইমন করেছেন দায়িত্বশীল ব্যাটিং। রংপুরের বোলারদের দেখেশুনে খেলেছেন তিনি। তবে চিটাগংয়ের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ৪৩ বলে ৪১ রান করে ফিরেছেন চিটাগংয়ের এ ওপেনার।
মিঠুন পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে ২০ রান করে ফিরেছেন তিনি। তবে চিটাগংকে বিপদে পড়তে দেননি হায়দার আলী। দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। শেষ তিন ওভারে চিটাগংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। তবে জাভেদের টানা চার বলে চার ছক্কা মেরে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন হায়দার। শেষ পর্যন্ত ১৮ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়