শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিলেটের পরাজয়, ফরচুন বরিশাল বিপিএলের প্লে অফে

নিজস্ব প্রতিবেদক: এবারো পারলো না সিলেট স্ট্রাইকার্স। গত তিন তিনটি পর্ব অতিক্রম করে কোনো লাভ হয়নি। ভাগ্য সিলেটের অনুকূলে আসেনি। ঢাকার দ্বিতীয় পর্বটাও সুখকর হলো না তাদের। সিলেট ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো ফরচুন বরিশালের কাছে।  

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরিফুল হক। সিলেট অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা সম্ভব বরিশালকে বেশি রানের লক্ষ্য দেওয়া। তবে মাঠে ঘটেছে তার উল্টো, প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়েন তারা।

ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী ও জেমস ফুলারের সামনে অসহায় আত্মসমার্পণ করেছে সিলেটের ব্যাটাররা। ফাহিম একাই নিয়েছেন ৩.২ ওভারে ৭ রানে ৫ উইকেট। যা কিনা চলতি বিপিএলে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ফুলার শিকার করেছেন ২১ রানে দুই উইকেট। মোহাম্মদ নবী ২টি ও রিশাদ হোসেন শিকার করেছেন ১ উইকেট। তাতেই মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট।

চায়ের শহরের দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছেন আহসান ভাট্টি। ১৯ বলে ২৪ রান করেছেন জাকের আলী অনিক। আরিফুল (১৩) ও তানজিম হাসান সাকিব করেছেন (১৩) রান।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। আরও একবার ব্যর্থ তাওহীদ হৃদয়। ৭ বলে ৭ রান করে নাহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি দাওয়ীদ মালান। ৮ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

তবে বরিশালকে বিপদে পড়তে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। সিলেটের বোলারদের দেখেশুনে খেলেছেন তারা। রান বেশি প্রয়োজন না থাকায় খুব একটা বাউন্ডারি মারার প্রয়োজন পড়েনি তাদের। তবে তানজিম সাকিব-সুমন খানরা বাজে বল করলে সেটা বাউন্ডারি ছাড়া করতে ভুল করেননি বরিশালে অভিজ্ঞ দুই ব্যাটার। ৫১ বলে ৫৪ রান করে অরাজিত ছিলেন তামিম, মুশফিকের সংগ্রহ অপরাজিত ৪২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়