শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশালের আফগান তারকা নবী বিপিএলের পিচের প্রশংসা করলেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নানা কারণে বেশ সমালোচিত হয়েছে। তবে খেলার উপযুক্ত পিচ বানিয়ে সুনাম কুড়িয়েছে বিসিবি। যে কারণে ব্যাটারদের রান পেতে বেগ পেতে হচ্ছে না। এ প্রসঙ্গে ফরচুন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবী পিচ মুগ্ধতার কথা জানিয়েছেন। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করতে চান তারা।

নবী বলেন, আমাদের এখনও চার ম্যাচ বাকি আছে। ওই ম্যাচগুলোতে মনোযোগ দিয়ে দলকে সেরা দুইয়ে রাখতে চাই। বাকি চার ম্যাচ ও প্লে অফ ঢাকাতেই হবে। আমরা ইতোমধ্যেই এই কন্ডিশনে অভ্যস্ত হয়ে গেছি। গত বছরের চেয়ে এবারের পিচ ভালো। এজন্যই বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং হচ্ছে, সেটি তাড়াও করা যাচ্ছে। আমরা এমনই চাই।

এবারের বিপিএলে শুধু যে ব্যাটাররা রান পাচ্ছে বিষয়টা এমন নয়। বোলাররাও করছেন দুর্দান্ত পারফরম্যান্স। আগের আসরগুলোতে স্পিনাররা একক দাপট দেখাতো। এবার তাতে এসেছে পরিবর্তন। সেটা সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নজর দিলেই দেখা যায়।

টি-টোয়েন্টিতে দর্শকরা রান দেখতে চায়। সেই দিক থেকে এবারের বিপিএল চলছে একদম ঠিকঠাক। এবার দলগুলো নিয়মিতই দুইশ ছাড়িয়ে যাচ্ছে। চট্টগ্রাম পর্ব শেষ হওয়া অবধি সাতজন ব্যাটার হাঁকিয়েছেন সেঞ্চুরিও। কেন এবারের পিচগুলো আগের চেয়ে ভালো এটিও ব্যাখ্যা করেছেন নবী।  

তিনি বলেন, ‘আমার মনে হয় এবার পিচগুলো বাড়তি বিশ্রাম পাচ্ছে। তারা প্রতিটি খেলার জন্যই ঠিকঠাক পিচ তৈরি করছে, এজন্যই তিনটা ভেন্যুতে খেলা হচ্ছে। বেশির ভাগ সময়ই ভেন্যু তিনটা থাকে, কিন্তু এবার পিচের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে, পিচগুলো ভালোও হচ্ছে।

নবী আরও বলেন, বেশির ভাগ সময় স্পিনাররা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়, এবার তাসকিনের মতো পেসাররা হচ্ছে। এটার মানে হচ্ছে ভালো পিচ আছে আর বাংলাদেশও কিছু মানসম্পন্ন বোলার পেয়েছে। এবার ভালো বোলিং হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়